উইসকনসিনে অনিয়মের অভিযোগ ট্রাম্প শিবিরের
মার্কিন নির্বাচন

উইসকনসিনে অনিয়মের অভিযোগ ট্রাম্প শিবিরের

অনলাইন ডেস্ক

উইসকনসিনে আবারো ভোট গণনার অনুরোধ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের শিবির। রিপাবলিকান ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন এক বিবৃতিতে বলেছেন, "উইসকনসিনের অনেকগুলো কাউন্টিতে অনিয়মের অভিযোগ এসেছে যা ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে ভোটের বৈধতা নিয়ে। "

"প্রেসিডেন্ট পুনগণনার অনুরোধ করার বিষয়টি বিবেচনা করবেন এবং আমরা অবিলম্বে সেটা করবো। "
উইসকনসিনে নির্বাচনের ফলের পার্থক্য এক শতাংশ বা এর কম হলে প্রার্থীরা ভোট পুনগণনার আবেদন করতে পারেন।


উইসকনসিনের আইন অনুযায়ী অনুরোধ পাওয়ার তের দিনের মধ্যে পুনগণনার কাজ সম্পন্ন করতে হবে।
বিবিসি অবলম্বনে