বিপ টেস্টে সাকিবের চমক

বিপ টেস্টে সাকিবের চমক

নিজস্ব প্রতিবেদক

কেন তিনি সেরা আবারো তা প্রমাণ করলেন। বলছি বাংলাদেশের ক্রিকেটের প্রাণভোমরা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে দেশের অন্য সব ক্রিকেটারের মত ফিটনেস টেস্ট দিতে হয়েছে সাকিব আল হাসানকেও।

সে টেস্টে বাজিমাত করে সাকিবের নতুন চমক।

বিপ টেস্টে সব ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ নম্বর তুলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বুধবার সকালে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপ টেস্ট দেন সাকিব। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও তার ফিটনেস যে আগের মতিই আছে সেটারই প্রমাণ দিলেন বিপ টেস্টে।


আরও পড়ুন: দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলার জন্য বিপ টেস্টে বেঞ্চমার্ক হিসেবে ১১ নম্বর বেঁধে দিয়েছিল বিসিবি।

আর সাকিবের স্কোর ১৩.৭, যা গত দুই দিন বিপ টেস্ট দেওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

গত দুই দিন বিপ টেস্টে ১২ স্কোরই তুলতে পেরেছেন মাত্র কয়েকজন। কুমিল্লার পেসার মেহেদী হাসান ১৩.৬ স্কোর করেছিলেন।

news24bd.tv নাজিম