আদালতের অনুমতি ছাড়া পি কে হালদারের বক্তব্য প্রচার নয়

আদালতের অনুমতি ছাড়া পি কে হালদারের বক্তব্য প্রচার নয়

অনলাইন ডেস্ক

পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বক্তব্য গণমাধ্যম বা বেসরকারি চ্যানেলগুলোতে প্রচারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন আদালত। বলা হয়েছে, পি কে হালদারের বক্তব্য প্রচারে আদালতের অনুমতি লাগবে। এজন্য আদালতের কাছে লিখিত আবেদনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  

আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও আহমেদ সোহেলের ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন: বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার

ভয়ানক অস্ত্র ভারতের হাতে, মিনিটে ছুড়তে সক্ষম ৭শ’ বুলেট

এরপর শুনানিতে দুদকের আইনজীবী বলেন, ‌‘পলাতক আসামি গণমাধ্যমে বক্তব্য দিতে পারেন না, আইনে নেই। ’ তখন তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের অপর বেঞ্চের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তি উপস্থাপন করেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।

শুনানি শেষে লিখিত আবেদনের নির্দেশ দেন হাইকোর্ট।

news24bd.tv তৌহিদ