নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা, কবে হবে জানাবে সরকার

নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা, কবে হবে জানাবে সরকার

অনলাইন ডেস্ক

করোনার কারণে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না তাবলিগ জামায়াতের বড় জমায়েত বিশ্ব ইজতেমা।  পরবর্তী সময়ে ইজতেমা হবে কিনা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

এদিকে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ আগামী বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: বিকেল থেকে হাতিরঝিলে ঢুকতে মানা

এ ব্যাপারে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে ইজতেমার তারিখ ঠিক করা হবে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২১ সালের প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব ইজতেমা।

news24bd.tv তৌহিদ