সিলেটে হেফাজতের মিছিল দেখেই আতঙ্কে পথচারীদের ছোটাছুটি

সিলেটে হেফাজতের মিছিল দেখেই আতঙ্কে পথচারীদের ছোটাছুটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে সিলেটে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।  

আছরের নামাজের পরে বিকেল সোয়া ৫টায় বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল বের করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

শান্তিপূর্ণ এ মিছিলে পুলিশ বাধা না দিলেও তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এদিকে, বিকেলের দিকে হেফাজতের মিছিলটি বের হতেই পথচারীরা আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। যে যার মতো করে দৌঁড়ে আশপাশের গলিতে ঢুকে পড়েন।


কাল রাস্তা বের হলেই গণধোলাই দেয়া হবে: ছাত্রলীগ সভাপতি

হেফাজতের হরতালে সমর্থন, সঙ্গে ৬টি দাবি জানাল ইসলামী আন্দোলন

হাটহাজারীতে সংঘর্ষের মরদেহ নিয়ে তিন দফা বৈঠকেও সিদ্ধান্ত হয়নি

সাফল্যের বিচিত্র ধারায় এগিয়ে চলেছে বাংলাদেশ

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি


মিছিল চলাকালে বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের পথচারীদের ছোটাছুটি দেখে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবাই শার্টার প্রায় বন্ধ করে দোকানের ভেতরে অবস্থান নিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেন।  

news24bd.tv নাজিম