খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

Other

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা) আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৮৮ জন। এর আগে গতকাল সোমবার (১২ জুলাই) বিভাগে একই সংখ্যক ৪৮ জনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে, চুয়াডাঙ্গায় দুইজন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগে ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৭৮০ জন।

আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১১১ জন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


বগুড়ার তিন হাসপাতালে ২০ জনের মৃত্যু

বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান শুরু

কোনাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় ত্রাণ সহায়তা ও সেনা টহল কার্যক্রম পরিদর্শন করলেন সেনা প্রধান