অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা, চিন্তা লকডাউন নিয়েও

অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা, চিন্তা লকডাউন নিয়েও

Other

মহাজনের কাছ থেকে পাওনা টাকা তুলতে না পেরে অর্থ সংকটে পড়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। ঢাকায় ট্যানারি মালিকদের কাছে ধর্ণা দিয়েও ফল পাননি তারা।

এর সঙ্গে মহামারীর কারণে পরিবহন ও শ্রমিক নিয়েও চিন্তিত এই খাতসংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে এবারও কোরবানীর পশুর চামড়া পড়ে থাকার আশঙ্কা দেখা দিয়েছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম কুষ্টিয়া। শহরের বাবর আলী গেট এলাকায় আছেন ৫০ জন চামড়া ব্যবসায়ী। তারা চামড়া কিনে প্রক্রিয়াজাত করে পাঠান রাজধানী ঢাকা ও সাভারের ট্যানারিতে।


আরও পড়ুনঃ

দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা

দীর্ঘ রোগে ভুগে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু


কিন্তু গত কয়েক বছর ট্যানারি মালিকরা পুরোপুরি চামড়ার টাকা পরিশোধ করছেন না।

ফলে কুষ্টিয়ার ব্যবসায়ীদের বকেয়া জমেছে প্রায় ১৪ কোটি টাকা।

এ খাতের চলমান সংকট মেটানো না গেলে এবারো কোরবানীর পশুর চামড়া অবিক্রিত পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

news24bd.tv / নকিব