এক পয়েন্টের আক্ষেপ নিয়ে অলিম্পিক থেকে রোমানের বিদায়

অনলাইন ডেস্ক

টোকিও অলিম্পিকের আর্চারিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে শেষ ষোলোতে বাদ পড়েছেন রোমান সানা। কানাডার আর্চার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে হেরে গেছেন সানা।

এর আগে, আসরের প্রথম রাউন্ডে যুক্তরাজ্যের আর্চার টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিলেন দেশ সেরা এই আর্চার। প্রথম সেটে ড্র করলেও, দাপটের সঙ্গেই পরপর দুই সেট জিতে নেন সানা।

 

চতুর্থ সেটে কিছুটা লক্ষ্যচ্যুত হলেও, ফাইনাল সেট জিতে টম হলকে বিদায় করেছিলেন রোমান। তবে শেষ ষোলোর লড়াইয়ে প্রথম সেট জিতলেও, লিড ধরে রাখতে পারেননি সানা।  

আরও পড়ুন:


কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গা নিহত

৫ অতিরিক্ত সচিবকে বদলি 

ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

একজন আইনজীবির মৃত্যু ও আমাদের জন্য বার্তা


অবশ্য, লড়াইটা ঠিকই চালিয়ে যান তিনি। ফাইনাল সেটেও ছিলো জয়ের হাতছানি।

শেষ পর্যন্ত সানার চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে শেষ আটে পা রাখেন ক্রিসপিন। আর, শেষ ষোলোতেই অলিম্পিক মিশন শেষ হয় রোমানা সানার।

news24bd.tv নাজিম