নেই মেসি, তবুও মেসির জার্সি বিক্রি করছে বার্সা

নেই মেসি, তবুও মেসির জার্সি বিক্রি করছে বার্সা

অনলাইন ডেস্ক

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টানলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। বার্সার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গুঞ্জন চলছিলো আবারও বার্সাতেই থাকছেন মেসি।

কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। বার্সার আর্থিক সংকটের পাশাপাশি কিছু অভ্যন্তরীণ কারণে ক্লাবের ইতিহাস সেরা ফুটবলারের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয় কাতালানদের।

ইতিমধ্যেই প্রাণের শহর বার্সেলোনা ছেড়ে পরিবার নিয়ে প্যারিসে পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন এই সুপার স্টার। মূলত গত ৩০ জুন থেকে বার্সেলোনায় মেসি অধ্যায়ের অবসান ঘটে।

আরও পড়ুন


সেই শেলেনবার্গের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখল চীনা আদালত

যুক্তরাষ্ট্রের কারণে দক্ষিণ চীন সাগরে শান্তি হুমকির মুখে

স্বর্ণের বার আত্মসাতে ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

সকাল থেকেই চলছে সবকিছু


গতকাল প্যারিসে পৌঁছেছেন মেসি। এরইমধ্যে ফরাসি ক্লাব পিএসজির হয়ে প্রায় চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন বিশ্বসেরা এ ফুবটলার।

এতকিছুর পরেও বার্সেলোনার অফিশিয়াল স্টোরে এখনও মেসির জার্সি বিক্রি হচ্ছে।

দেখা গেছে, বার্সেলোনা স্টেডিয়াম ক্যাম্প ন্যু থেকে লিওনেল মেসির ছবি সরিয়ে নেয়া হচ্ছে। যদিও আর্জেন্টাইন এ তারকা বর্তমানে পিএসজি ফুটবলার তবুও কাতালান সমর্থকরা এখনও ক্যাম্প ন্যু’য়ে আসছে মেসির জার্সি কেনার জন্য।

news24bd.tv এসএম