পদ্মা সেতুতে ধাক্কা: ‌‘কাকলী’ ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

পদ্মা সেতুতে ধাক্কা: ‌‘কাকলী’ ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

অনলাইন ডেস্ক

গতকাল শুক্রবার আবারও নির্মাণাধীন পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কাকলী নামের একটি ফেরি ধাক্কা দেয়। এনিয়ে দুই মাসের মধ্যে মোট ৫ বার এবং এক মাসের মধ্যেই ধাক্কার ঘটনা ঘটলো।

এদিকে পদ্মা সেতুতে ধাক্কার ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ‘কাকলী’ ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সঠিকভাবে ফেরি পরিচালনায় ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিসি।

 

শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


শেখ রেহানার ভাষায়: শেখ রাসেলের যতো আবদার ছিলো বাবার কাছে!

সূরা বাকারা: আয়াত ২৫-২৬, জান্নাতে মুমিনদের সুখ শান্তি

লকডাউন নিয়ে পরামর্শক কমিটি যা জানালো

নবগঠিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির লক্ষ্য সামনের নির্বাচন


এর আগে, সকালে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যাওয়ার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ‘কাকলী’ নামেও ওই ফেরিটি ধাক্কা মারে।

মো. জাহাঙ্গীর আলম খান জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি কাকলী সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ভারপ্রাপ্ত মাস্টার ও সুকানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

news24bd.tv এসএম