বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমেছে

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে করোনাভাইরাসে কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃতু হয়েছে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের । একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চার লাখ মানুষ।    

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যুতে প্রথম অবস্থানে রয়েছে রাশিয়া।

দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। আর ভারতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে।  

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৭২ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৪৫ লাখ ১৪ হাজার ৮৫২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বিশ্বের ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ১৩৯ জন মানুষ। আর করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৯৫০ জন।

এদিন ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ৫২৭ জন। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৩৮৭ জন।

আরও পড়ুন


যে দুইটি দোয়ায় মৃত্যু যন্ত্রণা হালকা হয়

অভিষেকে জয় নিয়ে মাঠ ছাড়লেন মেসি

প্রতারণা এড়াতে তালেবানদের জন্য তৈরি হচ্ছে সামরিক ইউনিফর্ম

মাত্র 'এক' টাকা পারিশ্রমিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলেন আরেফিন শুভ


বিশ্বে দৈনিক প্রাণহানির শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৯৭ জন। আর একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৮২ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬৩৭ জনের।

news24bd.tv রিমু