কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন সাবেক বিজিবি সদস্য

কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন সাবেক বিজিবি সদস্য

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সামায়ুন কবির সামাজিক মাধ্যম ফেসবুকে এখন ভাইরাল। কুড়িয়ে পাওয়া ১০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।  

সামায়ুন কবির উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা আলী মর্তুজার বড় ছেলে।

সদ্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জানান, এক সপ্তাহ আগে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে হেঁটে তাহিরপুর বাজারে যাচ্ছিলেন।

পথে বালিকা বিদ্যালয়ের সামনে আসার পর একটি কার্ড ও ১০ লাখ টাকার একটি ব্যাগ পথে পড়ে থাকতে দেখেন এবং তা কুড়িয়ে নেন। কিন্তু এত টাকা পেয়েও তিনিও টাকার প্রকৃত মালিককে পেতে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকের কাছেই তিনি নিজের ফোন নম্বর দিয়ে বলেন কেউ যদি টাকা হারিয়েছে বলে তাহলে যেন ফোন করা হয়।

সামায়ুন কবির জানান, এর ঘণ্টা খানেক পরেই টাকা হারানো যুবক ফোন দিয়ে বলেন, ‘ভাই আপনি কই’ কথাও বলতে পারছিলেন না ভালোভাবে।

তখন সামায়ুন কবির জানান, ইউনিয়ন পরিষদের সামনে আসেন। তখন ওই যুবক আসলে তিনি জানান, ব্যাগে ১০ লাখ টাকা আছে যেগুলো তার বড় ভাইয়ের। পরে প্রকৃত মালিকের কাছে টাকাগুলো হস্তান্তরও করেন।

আরও পড়ুন:


টাকার মান এখন পাকিস্তানি রুপির দ্বিগুণ

সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার


সামায়ুন কবির বলেন, ‘টাকাটা তো আমার নয়। যার হারিয়েছে তার। আমি টাকাটা পেয়েছি তখন ভেবেছি টাকাগুলো যে ব্যক্তি হারিয়েছে তার অবস্থাটা না জানি কেমন। টাকাগুলো প্রকৃত মালিকের কাছে দিতে পেরে নিজের কাছেও খুব ভালো লাগছে। ’

news24bd.tv নাজিম