বিশ্বকাপের আগে কোহলিকে স্বস্তি দিলেন অশ্বিন

বিশ্বকাপের আগে কোহলিকে স্বস্তি দিলেন অশ্বিন

অনলাইন ডেস্ক

অনেক দিন পর পুরোনো চিরচেনা ছন্দে ফিরতে দেখা গেল ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিনকে। আইপিএল-এর প্রথম ম্যাচে তার বোলিং দেখে অনেকেই সমালোচনা করলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরে পেয়েছেন নিজের ফর্ম। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে নেওয়া নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেটা থেকেও অধিনায়ক কোহলিকে স্বস্তি দিলেন তিনি।

শনিবার বিপক্ষের ব্যাটসম্যান ডেভিড মিলারকে বোকা বানিয়ে আউট করেন অশ্বিন।

তামিলনাড়ুর এই স্পিনারের বল এগিয়ে খেলতে গিয়েছিলেন মিলার। উইকেটের পিছনে তৎপর ঋষভ পন্ট তাকে স্টাম্পড করে দেন। সেই সঙ্গেই টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ উইকেট হয়ে যায় অশ্বিনের। তিনি খেলেছেন ২৬৪টি ম্যাচ।

আইপিএল-এ দিল্লি, চেন্নাই, পুণে এবং পাঞ্জাবের হয়ে মোট ১৪০টি উইকেট রয়েছে তার। ভারতের হয়ে ৫২টি উইকেট নিয়েছেন তিনি। বাকি উইকেট এসেছে ঘরোয়া ক্রিকেটে। আইপিএল-এ উইকেট নেওয়ার নিরিখে তিনি ষষ্ঠ স্থানে।

রও পড়ুন:

সব ফোনের একই চার্জার তৈরির প্রস্তাব, অ্যাপলের আপত্তি

বিয়ের আগেই পাত্রের মাকে নিয়ে পালিয়ে গেল পাত্রীর বাবা!

শরীর আর আগের মতো ছিলো না, বিচ্ছেদের কারণ জানিয়ে রোশান

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'গুলাব'


টি-টোয়েন্টিতে ভারতের হয়ে প্রথম দুই স্থানে রয়েছেন অমিত মিশ্র এবং পীযূষ চাওলা। দুজনেরই ২৬২টি করে উইকেট রয়েছে।

টি-টোয়েন্টিতে সব থেকে বেশি উইকেট রয়েছে ডোয়েন ব্র্যাভোর। ৫০২টি ম্যাচে মোট ৫৪৬টি উইকেট পেয়েছেন তিনি। তার পরের দুই স্থানে যথাক্রমে ইমরান তাহির (৪২০) এবং সুনীল নারাইন (৪১৩)।

news24bd.tv/ নকিব