রংপুরে আদালত চত্বরে সংঘর্ষ,  গ্রেপ্তার ১০

বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুরে আদালত চত্বরে সংঘর্ষ, গ্রেপ্তার ১০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রংপুরের আদালতপাড়ায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে নগরীর বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোকতারুল আলম।

রোববার (৪ নভেম্বর) রাতে রংপুর কোতোয়ালি থানায় পুলিশ ও ছাত্রলীগের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়। মামলাতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

ওই দিন দুপুরে মানহানির মামলায় রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন শুনানিকে ঘিরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবী ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

ওসি-তদন্ত মোকতারুল আলম জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে থানার এসআই জিয়াউর রহমান জিয়া ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মহানগর ছাত্রলীগের সদস্য আনিছুর রহমান আনিছ বাদী হয়ে বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করেছেন।

এ ঘটনায় ওই রাতেই অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করেন মইনুল হোসেন। এ কারণে তার বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম। ওই দিন সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে নেওয়া নিয়ে জামিন আবেদন জানালে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক।

ওই মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন ৪ নভেম্বর রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তবে বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর