ফতুল্লায় আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে মা-মেয়ের মৃত্যু

ফাইল ছবি

ফতুল্লায় আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে মা-মেয়ের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকার একটি বাসায় আগুনের ঘটনায় হরিদাসী ওরফে ছায়ারাণী (৬০) ও তার মেয়ে সুনিত্রা রাণী (২৭) মারা গেছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এদের মধ্যে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরের দিকে মারা যান ছায়ারাণী এবং বেলা ১১টার দিকে মারা যান সুনিত্রা।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থশংকর পাল জানান, আগুনে হরিদাসীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আর তার মেয়ের শরীর ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বাকিদের অবস্থাও তেমন ভালো নয়।

এর আগে বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। এতে একই পরিবারের ৯ জন দগ্ধ হন।

এদের মধ্যে শ্রীনাথ চন্দ্র বর্মনের (৩৬) শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে, তার স্ত্রী অর্চনা রাণীর (৩০) ১৯ শতাংশ, তাদের মেয়ে অনামিকার (১৫) ৪২ শতাংশ, ছেলে অর্পিত চন্দ্র বর্মনের (৯) ৪৬ শতাংশ, ভাতিজা প্রমিত চন্দ্র বর্মনের (১৪) ১০ শতাংশ, শাওন চন্দ্র বর্মনের (১০) ৪২ শতাংশ এবং বোনজামাই নারায়ণ চন্দ্র বর্মনের (৪০) ১৫ শতাংশ পুড়ে যায়। এরা সবাই ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর