প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে বিগ বিসহ ৭১৪ ভারতীয়

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে বিগ বিসহ ৭১৪ ভারতীয়

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে বিগ বিসহ ৭১৪ ভারতীয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পানামা পেপারসের পর এবার আরও একটি অফশোর ফার্মের তথ্য ফাঁস নিয়ে গোটা দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। অ্যাপলবাই ফার্মের প্যারাডাইস পেপারস বহু বিত্তশালী ব্যক্তির গোপন সম্পদের তথ্য ফাঁস করেছে।

কীভাবে বিত্তশালী ভারতীয়রা, বিভিন্ন সংস্থা, হেজ ফান্ড ও অন্যান্যরা কর ফাঁকি দিয়ে বিপুল সম্পদের পাহাড় গড়েছেন তা ফাঁস করা হয়েছে।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বিশ্বের মোট ১৮০টি দেশের ধনপতিদের নাম রয়েছে এই পেপার্সে।

তার মধ্যে নামের ভিত্তিতে ভারত ১৯ নম্বরে। ভারতের মোট ৭১৪ জনের নাম রয়েছে এই প্যারাডাইস পেপারসে।

গণমাধ্যমে প্রকাশ করা তালিকায় রয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, বলিউড তারকা সঞ্জয় দত্তের স্ত্রী মনিতা দত্ত, কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং, করপোরেট লবিস্ট নিরা রাডিয়া ও ফোর্টিস এসকোটস হার্ট ইনস্টিটিউট এর চেয়ারম্যান অশোক শেঠসহ বেশ কিছু সেলিব্রেটি ও নেতা-মন্ত্রীদের নাম।

সম্পর্কিত খবর