যুবলীগ নেতার বাড়িতে আগুন

পেট্টোল দিয়ে আগুন

যুবলীগ নেতার বাড়িতে আগুন

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌর শহরের গোডাউন পাড়া মহল্লায় যুবলীগ নেতা হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর রাতে দুষ্কৃতকারীরা পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

হাবিব গোডাউন পাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে এবং উপজেলা যুবলীগের সহসভাপতি।

আগুনের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার এবং সিংড়া থানার পুলিশ।

যুবলীগ নেতা হাবিবুর রহমান জানান, (শুক্রবার) ভোর রাতে বাহিরে বের হয়ে আগুন ও ধোঁয়া দেখতে পাই। এসময় ২/৩ জন ছেলেকে দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে পরিবার ও প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়ির সবখানেই পেট্টোলের গন্ধ।

আগুন নেভানো সম্ভব না হলে গর্ভবতী স্ত্রীসহ স্বপরিবারে পুঁড়ে মরতে হতো। নির্বাচনের আগে থেকে এলাকার কিছু বখাটে ছেলে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। তারাই স্বপরিবারে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ কাজ করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। খবর পেয়ে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোষীদের আইনের আওতায় এনে দ্রত শাস্তি দেওয়া হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করেন সিংড়ার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শান্তি দেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর