রাজধানীতে হালকা ঝড় ও শিলাবৃষ্টি

রাজধানীতে হালকা ঝড় ও শিলাবৃষ্টি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হঠাৎ রাজধানীতে নামল বৃষ্টি। সেই সঙ্গে হালকা ঝড় ও শিলাবৃষ্টিও হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। নগরবাসী ভ্যাপসা গরম থেকে পেয়েছে কিছুটা স্বস্তি।

বুধবার বিকেলে রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামে এই শীলাবৃষ্টি।

কয়েক মিনিটের শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্ণিশ।  

বুধবার বিকেলে উত্তর দিক থেকে কালো মেঘ এসে হঠাৎ ঢেকে যায় রাজধানীর আকাশ। সোয়া তিনটার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই শিলা পড়তে শুরু করে।

পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ১৫ মিনিট ধরে শিলা পড়তে থাকে। কয়েক মিনিটের শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ, দালানের ছাদ, কার্ণিশ। বেলা তিনটার ৫০ মিনিটের দিকে বৃষ্টি থেমে যায়।

বৃষ্টিতে রাজধানীর বিভন্ন সড়কে পানি জমে বিঘ্ন ঘটে যান চলাচলে। তবে এটা বর্ষা কালের মতো খুব বেশি সময় স্থায়ী হবে না। বরং এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর