পাবনায় স্কুলের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

পাবনায় স্কুলের দেয়াল ধসে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাবনায় স্কুলের দেয়াল ধসে গুরুতর আহত শিক্ষার্থী আফরিন মারা গেছে। আজ বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক থেকে শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল ১০টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে চার শিক্ষার্থী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েক শিক্ষার্থী। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে।

এতে গুরুতর আহত হয় শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে আফরিন ও আফসানা, আমিন উদ্দিনের ছেলে আল আমিন ও মানিক রতনের ছেলে ইসমাইল।

দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আফরিন ও আল আমিনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে আফরিনের মৃত্যু হয়।

খবর পেয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর