কাজী নিয়োগে অনিয়মের তথ্য ফাঁস

প্রতীকী ছবি

কাজী নিয়োগে অনিয়মের তথ্য ফাঁস

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় নিকাহ রেজিস্টার (কাজী) নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই পদে আবেদন প্রার্থী মাদ্রাসা শিক্ষক আব্দুল হালিম বিধি বহির্ভূত  নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

অভিযোগপত্র থেকে জানা যায়,মঠবাড়িয়া পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ডে কাজী নিয়োগের জন্য বিগত ২০১৬ সালের ১৩ আগস্ট মঠবাড়িয়া সাব-রেজিস্টার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে আব্দুল হালিমসহ ৬ জন প্রার্থী আবেদন করেন।

কিন্তু রহস্যজনক কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা হয়।  

অবশেষে গেল ১৯ এপ্রিল ওই পদে সাক্ষাৎকারের দিন নির্ধারণ করে ১২ এপ্রিল চিঠি ইস্যু করে। তবে ৫ প্রার্থীর চিঠি হাতে হাতে বিলি করলেও অভিযোগকারী আব্দুল হালিমের চিঠি ডাকযোগে প্রেরণ করা হয়।  

এছাড়া তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, নিয়োগকারী কর্তৃপক্ষ পরস্পর যোগসাজশে তাদের পছন্দের লোক নিয়োগ করতে যাচ্ছেন।

বিষয়টি ফাঁস হলে ওই নিয়োগ পরীক্ষায় ছয় প্রার্থীর চারজনই সাক্ষাৎকার বোর্ডে অনুপস্থিত থাকেন।  

অভিযোগ থেকে আরো জানা যায়, মোঃ ফরিদুল ইসলামকে নিয়োগ দেয়ার জন্য সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত মোঃ মাসউদুর রহমান পৌরসভার বাসিন্দা না হওয়া সত্ত্বেও বিধি বর্হিভূতভাবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।  

এ ব্যাপারে ইউএনও জিএম সরফরাজ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে ওই নিয়োগ বাতিল করা হবে।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর