ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের দুয়ারে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য বাংলাদেশের। এই ম্যাচের শুরুতেই ভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশের। টসে জিতেছেন অধিনায়ক তামিম ইকবাল।

জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বেশ কিছু সময় চলে গিয়েছিল বৃষ্টির কবলে। আজ বুধবার দিনের শুরুতেও খানিকটা বৃষ্টি হয়েছে সেখানে। কিছুক্ষণের জন্য সেন্টার উইকেটও ঢাকা ছিল।

ফলে শঙ্কা ছিল দ্বিতীয় ওয়ানডেও কার্টেল ওভারের ম্যাচ হওয়া নিয়ে।

তবে এরপরই রোদ হেসেছে বেশ। তাতে সরে গেছে উইকেটের ওপর থাকা কভার। যার ফলে টসও ঠিক সময়েই হয়েছে।

বৃষ্টির কারণে অবশ্য উইকেটের চরিত্রে পরিবর্তন আসতে পারে খানিকটা। সে কথা মাথায় রেখেই হয়তো, অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

এর আগে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। টেস্টে হোয়াইটওয়াশের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ২-০ ব্যবধানে।

ওয়ানডে সিরিজে অবশ্য বদলে গেছে বাংলাদেশের চেহারা। ক্রিকেটের দীর্ঘ আর ক্ষুদ্রতর ফরম্যাটের জীর্ণশীর্ণ পারফর্ম্যান্সকে পেছনে ফেলে প্রথম ওয়ানডেতে তুলে নিয়েছে দাপুটে জয়। তাতেই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে চলে এসেছে সিরিজ জয়ের দুয়ারে।  

news24bd.tv/আলী