সলিমুল্লাহ মেডিকেলের মর্গে রাখা হল চকবাজারের ৬ মরদেহ

সংগৃহীত ছবি

সলিমুল্লাহ মেডিকেলের মর্গে রাখা হল চকবাজারের ৬ মরদেহ

নিজস্ব প্রতিবেদক

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে চকবাজার অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মরদেহ। স্বজনদের আর্তনাদ ও আহাজারিতে স্তব্ধ হয়ে আছে চারপাশ। আগামিকাল ডিএনএ পরীক্ষার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চকবাজার থানা পুলিশ।

ফায়ার সার্ভিসের উদ্ধারের পর রুবেল, ওসমান, বিল্লাল স্বপনসহ নিহত ছয়জনের মরদেহ আনা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে।

বিকালেই তাদের রাখা হয় ফ্রিজে।

সারারাত কাজ শেষে তারা ঘুমিয়ে ছিলেন চকবাজারের বরিশাল হোটেল ভবনের ছোট্ট কক্ষে। এসময় আগুন লাগলে কিছু বোঝার আগেই আটকা পড়ে আগুনে পুড়ে প্রাণ হারান তারা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিহতদের স্বজনরা মর্গে এসে লাশ শনাক্ত করেন।

মর্গে ভিড় করছেন নিহতদের স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তারা বলছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর খেলনা তৈরির কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

চকবাজার থানার পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ১০টায় মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

news24bd.tv/আজিজ