ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

সংগৃহীত ছবি

ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

করোনাভাইরাসের টিকা নিয়ে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে মার্কিন কোম্পানি মডার্না। করোনার টিকা নিয়ে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে আর্থিক ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি ডিস্ট্রিক্ট কোর্ট এবং জার্মানির ডুসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে মামলা করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানায় মর্ডানা।

বিবৃতিতে বলা হয়, মহামারির কয়েক বছর আগে মডার্না যে প্রযুক্তি উদ্ভাবন করেছিল তার মূল দুটি উপাদান কপি করেছে ফাইজার-বায়োএনটেক।

আমরা এতে হতভম্ব।  আমরা এই মামলা করছি যে উদ্ভাবনী এমআরএনএ প্রযুক্তিতে আমরা পথিকৃৎ, যা তৈরিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং কোভিড-১৯ মহামারির শুরু হওয়ার দশক আগে প্যাটেন্ট করা হয়েছে–সেই প্রযুক্তি রক্ষার জন্য।

অন্যদিকে ফাইজারের এক মুখপাত্র বলেছেন, এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি এবং এ মুহূর্তে তাদের প্রতিষ্ঠান কোনো মন্তব্য করতে পারছে না।

করোনার টিকা উদ্ভাবনকারী প্রথম কয়েকটি কোম্পানির মধ্যে ছিল মডার্না ও ফাইজার-বায়োএনটেক।

এই বছর করোনার টিকা থেকে মডার্না আয় করেছে ১০ দশমিক চার বিলিয়ন ডলার। আর ফাইজারের টিকা থেকে আয় এসেছে ২২ বিলিয়ন ডলার।

news24bd.tv/মামুন