উপসাগরে বিদেশি জাহাজ আটক করল ইরান     

সংগৃহীত ছবি

ডিজেল পাচার

উপসাগরে বিদেশি জাহাজ আটক করল ইরান     

অনলাইন ডেস্ক

ডিজেল পাচারের অভিযোগে উপসাগরে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের অভিজাত রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি)। আজ শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় সাড়ে ৭ লাখ লিটার ডিজেলসহ ওই জাহাজ আটক করা হয়।

আইআরএনএর ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাহাজটি থেকে সাতজন ক্রুকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে জাহাজটি এবং গ্রেপ্তারকৃতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জ্বালানিতে ইরানের সরকারের ব্যাপক ভর্তুকি এবং তাদের জাতীয় মুদ্রার মান কমে যাওয়ায় বিশ্বে সবচেয়ে সস্তায় তেল পাওয়া যাচ্ছে দেশটিতে। যে কারণে ইরান থেকে প্রতিনিয়িত প্রতিবেশি দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় অঞ্চলে সুমদ্রপথে তেল চোরাচালান হয়। স্থল এবং সমুদ্রপথে তেলের চোরাচালান ঠেকাতে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী রীতিমতো যুদ্ধ করছে।

 

এ নিয়ে উপসাগরে জ্বালানি পাচারের অভিযোগে গত কয়েক মাসে ইরানের রেভ্যুলশনারি গার্ড কোরের সদস্যরা বেশ কয়েকটি জাহাজ আটক করেছে।

news24bd.tv/সাব্বির