কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

দেশের আটটি কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফলে মেধা তালিকায় তিন হাজার ২৩০ জনকে রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা, আদিবাসীসহ বিভিন্ন কোটায় রাখা হয়েছে ২৬৬ জনকে।

আর কোটা বাদে অপেক্ষমাণ রাখা হয়েছে ৬ হাজার ৪৬০ জনকে। বিভিন্ন কোটায় অপেক্ষমাণ রাখা হয়েছে ৩৫৭ জনকে।

এবার সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষার জন্য ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রাথমিক মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী ১৬-২০ সেপ্টেম্বর বিষয় ও বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রম নির্ণয় করে সাবমিট করতে পারবেন।

পরবর্তী সময়ে ফল ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্ধারিত অনুষদে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের অনুষদ ও বিশ্ববিদ্যালয় সমন্বিত মেধাতালিকা প্রকাশ করা হবে।

news24bd.tv/মামুন