চলতি বছর এসএসসি পরীক্ষা কমেছে ২ লাখ

সংগৃহীত ছবি

চলতি বছর এসএসসি পরীক্ষা কমেছে ২ লাখ

নিজস্ব প্রতিবেদক

বন্যার কারণে স্থগিত হওয়া ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। তবে দেশের ৯টি সাধারণ, একটি কারিগরি ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর পরীক্ষার্থী কমেছে ২ লাখের বেশি। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী, যেখানে গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।

বোর্ড অনুযায়ী পরীক্ষার্থী চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা হল

সাধারণ শিক্ষাবোর্ড          ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন

মাদ্রাসা শিক্ষাবোর্ড          ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন

কারিগরি শিক্ষাবোর্ড       ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন

এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। যানজটের কথা বিবেচনায় নিয়ে সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে। এবার বিকেলে কোন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

করোনা মহামারি ও বাল্যবিয়ের কারণে এবার পরীক্ষার্থী কমেছে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অস্বচ্ছল পরিবারের মেয়েদের বাল্যবিয়ে হয়েছে, অনেকে ঝরে গেছে। অনিমিয়ত শিক্ষার্থী কমে যাওয়ায় পরীক্ষার্থী এবার কমেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, করোনাকালীন অনলাইন ক্লাসের উপর গুরুত্ব দেয়া ছাড়াও কয়েকমাস শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে বসে পাঠদান করায় বেশ উপকৃত হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড।  

news24bd.tv/হারুন