সেতুর রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ৬

সংগৃহীত ছবি

সেতুর রেলিং ভেঙে নদীতে বাস, নিহত ৬

অনলাইন ডেস্ক

ভারতের ঝাড়খণ্ডের হজারিবাগে সেতুর রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ল বাস। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।  

আজ শনিবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ৫০ জন যাত্রী নিয়ে গিরিডি থেকে রাঁচী ফিরছিল।

সেই সময় শিবানী নদীর উপর সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। হাসপাতালে আরও চার জনের মৃত্যু হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, গিরিডি থেকে রাঁচী ফেরার পথে ৫০ জন যাত্রী নিয়ে সিওয়ান নদীর রেলিং ভেঙে নীচে পড়ে যায় একটি বাস।

বাসটি যে জায়গায় পড়েছে সেখানে নদীতে পানি ছিল না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হজারিবাগের পুলিশ সুপার মনোজরতন চোথে বলেন, 'উদ্ধারকাজ চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নীচে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে নদীতে জল ছিল না। জল থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়ত। '

news24bd.tv/রিমু