বনানী-কাকলি হয়ে এগুচ্ছে সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাস

বনানী-কাকলি হয়ে এগুচ্ছে সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাস

নিজস্ব প্রতিবেদক

রাস্তা দিয়ে এগিয়ে চলেছে সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাস। সাফ ফুটবলে নারী চ্যাম্পিয়নদের বিজয় উদযাপন করতে রাস্তায় ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। উদযাপন ভাগাভাগি করে নিতে ছাদখোলা বাসের সাথে বাফুফে ভবনের দিকে এগিয়ে চলছেন তারা।

প্রতিটা ফুটওভার ব্রিজ ও রাস্তার দুপাশে উৎসুক মানুষের ভিড় লক্ষ করা গেছে।

তারা বলছেন, এ জয় শুধু তাদের নয়, এ জয় পুরো বাংলাদেশ। রাস্তায় সানজিদাদের সাথে আরও রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেপালের হিমালয় বাধা টপকে গৌরবের চূড়ায় বাংলাদেশ। বাংলাদেশকে সেই সম্মানটুকু এনে দিয়েছে সাবিনা-কৃষ্ণা-সানজিদারা।

তাদের অর্জনে উচ্ছ্বাসিত সমগ্র জাতি। সাফ চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখেনি বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়।

সানজিদার আলোচিত ফেসবুক পোস্টের সেই ছাদখোলা বাসের ব্যবস্থাও করা হয়েছে এক রাতের মধ্যেই। ফুটবলারদের বহুল প্রতীক্ষিত ছাদখোলা সেই বাসে করেই বিজয় উদযাপন করছে নারী ফুটবলাররা। ঢাকার রাস্তা পরিণত হয়েছে জনসমুদ্রে। বিজয়ের কেতন উড়ানো মেয়েদের দেখতে এয়ারপোর্টের রাস্তায় হাজির হাজারো মানুষ। জনসমুদ্র পারি দিয়ে বিজয়ের পতাকা হাতে চ্যাম্পিয়ন দল রওনা হয়েছে বাফুফে ভবনের উদ্দেশ্যে।

news24bd.tv/FA