পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়

ডেস্ক রিপোর্ট

পূজার ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন পর্যটকদের উপচেপড়া ভিড়। প্রতিটি পয়েন্টে সমুদ্র স্নান ও আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। খালি নাই হোটেল মোটেল ও কটেজের কক্ষ। পর্যটকদের নিরাপত্তায় মাঠে কাজ করছে প্রশাসন।

বর্ষার উথাল-পাথাল ঢেউ, উদাসী হাওয়ায় প্রকৃতির ছোঁয়া পেতে পূজার ছুটিতে পর্যটকদের পদভারে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। কপালে সিঁদুর, পরনে তাঁতের শাড়ি,খোঁপায় ফুল গুঁজে নারীরা হাজির হয়েছে পূজা উদযাপন উৎসবে। সূর্যোদয়-সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানীর অপার ছোঁয়া আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ দেখতে পর্যটকদের এই ক্লান্তিহীন ছুটে চলা।

এই পর্যটন নগরীর সবচেয়ে বড় বাধা ছিলো সড়ক পথে যোগাযোগ না থাকা।

তবে পদ্মা সেতু চালুর পর কেটে গেছে সব বাধা। যোগাযোগ সুবিধার কারণে ভিড় বেড়েছে পর্যটকদের।

হোটেল মালিক ও ম্যানেজাররা জানান, আগে যেখানে বর্ষা মৌসুমে হোটেল- রিসোর্ট খালি পরে থাকতো, সেখানে এখন পর্যটকদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যকদের নিারপত্তায় সৈকতসহ দর্শনীয় স্থানে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।

কুয়াকাটার উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার কথা জানালেন পটুয়াখালী-৪ আসনের স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।

গত বছর ১২ লাখেরও বেশি পর্যটক এসছেন কুয়াকাটায়। এ বছর পদ্মাসেতু চালু হওয়ায় এ সংখ্যা দিগুণেরও বেশি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

news24bd.tv/রিমু