পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে দুই ফিলিস্তিনি কিশোর নিহত

সংগৃহীত ছবি

পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে দুই ফিলিস্তিনি কিশোর নিহত

অনলাইন ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা

নিহত দুই কিশোর ১৭ বছর বয়সী আহমদ মোহাম্মদ দারাঘমেহ এবং মাহমুদ আস-সুস বলে ওয়াফা নিউজ এজেন্সিকে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের সর্বশেষ এই অভিযানে অন্তত ১১ জন আহত হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, শনিবার ভোরে সেনারা ক্যাম্পে ঢুকে একটি বাড়ি ঘেরাও করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দ শোনা যায়।

ইসলামিক জিহাদ এক বিবৃতিতে বলেছে, ‌‘দখলদাররা যত বেশি নিপীড়ন চালাবে, প্রতিরোধ তত বেশি কঠিন হবে।

সাম্প্রতিক মাসগুলোতে প্রতিরোধ যোদ্ধাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শিবির জেনিন শিবিরে অসংখ্যবার অভিযান চালিয়েছে দখলদার ইসরায়েল।

news24bd.tv/আজিজ