ক্রিমিয়ান সেতুতে নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া

সংগৃহীত ছবি

ক্রিমিয়ান সেতুতে নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক

ক্রিমিয়ার সাথে রাশিয়ার মূলভূখণ্ডকে সংযুক্ত করা ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনার পর সেখানকার নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে (এফএসবি) সেতুটিকে দেখাশোনার করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতে তাৎক্ষণিকভাবেই কাজ শুরু করা হয়েছে। পানির নীচে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নামানো হয়েছে ডুবুরি দলকে।

আরও পড়ুন: 

কী পরিমাণ পারমাণবিক অস্ত্রের মজুদ আছে রাশিয়ায়

পাকিস্তানে ছাদ ধসে একই পরিবারের ৯ সদস্য নিহত

১৫ মিনিটের উবার ভাড়া ৪১ লাখ টাকা

 

শনবিার সকালের দিকে জ্বালানিবাহী লরি বিস্ফোরিত হলে সেতুটির একটি অংশে আগুন ধরে যায়। এতে ওপরে থাকা রেলসেতুও ক্ষতিগ্রস্ত হয় আর মূলসেতুর একটি অংশ পানিতে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

এই ঘটনাকে নিজেদের একরকম জয় হিসেবেই দেখছে ইউক্রেন। তারা বলছেন, এটা ইউক্রেনে রাশিয়ার আধিপত্যের পতনের পূর্বাভাস।

যদিও রাশিয়া এটাকে দুর্ঘটনা হিসেবেই হাজির করছে।

২০১৪ সালে ইউক্রেন থেকে রাশিয়ার ক্রিমিয়া দখল করার একটি গুরুত্বপূর্ণ প্রতীক এই সেতুটি। তদন্তকারীরা জানিয়েছেন, গতকালের বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। কর্মকর্তারা আরও জানান, ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিক করার কাজ অবিলম্বে শুরু হবে।

news24bd.tv/আজিজ