খুলনায় দুই পাচারকারী গ্রেপ্তার, 
নারী ও শিশুসহ উদ্ধার ৫৯

খুলনায় দুই পাচারকারী গ্রেপ্তার,  নারী ও শিশুসহ উদ্ধার ৫৯

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় শ্রমিকদের জিম্মি করে পাচারকালে নারী ও শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) র‌্যাব-৬’র কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।  

উদ্ধারকৃতদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা এলাকায়।

তাদের সবাই দরিদ্র, খেটে খাওয়া মানুষ। চট্টগ্রামে ইটের ভাটায় শ্রমিক হিসেবে বিক্রির জন্য তাদেরকে পাচার করা হচ্ছিল।

র‌্যাব জানায়, পাচারকারীরা তাদেরকে নড়াইলের একটি ইটের ভাটায় কাজ দেওয়ার কথা বলে বাসে করে নিয়ে আসে। কিন্তু শ্রমিকদের জিম্মি করে বাসটি তারা চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বুধবার রাতে বাসটি খুলনার রূপসা খানজাহান আলী (রহঃ) সেতু পার হলে বাসে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে।  

এ সময় র‌্যাবের একটি দল বাসটিকে অনুসরণ ও গতিরোধ করে ২২ জন পুরুষ, ১৯ জন নারী ও ১৮ জন শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করে। এ সময় মানবপাচার চক্রের মূলহোতা মো. লিটন গাজী (৫৪) ও তার সহযোগী সোহাগ গাজীকে (১৯) গ্রেপ্তার করা হয়।

news24bd.tv/কামরুল