২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি

সংগৃহীত ছবি

২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি

অনলাইন ডেস্ক

২০২৩ সালে দেশের ব্যাংক খাতে সাপ্তাহিক ছুটির বাইরে ২৪ দিন ছুটি থাকবে। তবে এই ২৪ দিনের মধ্যে ৯ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন। ফলে প্রকৃত অর্থে সাপ্তাহিক ছুটির বাইরে ব্যাংক বন্ধ থাকবে ১৫ দিন।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি অফিসের ছুটির যে তালিকা প্রকাশ করেছে সেই আলোকে বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

এরমধ্যে শবেকদর, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, ঈদে মিলাদুন্নবী, ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি রয়েছে, যা চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্তভাবে নির্ধারিত হবে। সম্ভাব্য তারিখে চাঁদ দেখা না গেলে ছুটির দিন পরিবর্তন হতে পারে। ছুটির দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এসব দিনগুলোতে কোনো ব্যাংক লেনদেন হবে না।
news24bd.tv/আলী