বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সংগৃহীত ছবি

বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন (বিআইএফসি) লিমিটেড থেকে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮৩ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশন সচিব মাহবুব হোসেন।  

তিনি বলেন, বিআইএফসির সাবেক চেয়ারম্যান তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক সিরাজুল ইসলামের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১১ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সুদ ও আসলসহ গ্রাহকের কাছে পাওনা ২৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার ১২৩ টাকা আত্মসাৎ করেন।

news24bd.tv/ইস্রাফিল