ইউক্রেন আমাদের মিত্র নয়: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ (ছবি: সংগৃহীত)

ইউক্রেন আমাদের মিত্র নয়: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে কিয়েভকে সমর্থন দিয়ে আসছে ইউরোপের দেশগুলো। তবে এবার সেই সমর্থনের নাটকীয় পরিবর্তন হচ্ছে। ইউক্রেনকে নিজেদের মিত্র হিসেবে গণ্য করছে না ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ ক্রোয়েশিয়া।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ‘ইউক্রেন আমাদের মিত্র দেশ নয়।

এই যুদ্ধ বলকান অঞ্চলে আনার বিরুদ্ধে আমরা তাদের সতর্ক করেছি। ’

তিনি আরও বলেন, ‘জোর করে ইউক্রেনকে ইইউর সদস্য করা হয়েছিল। এর জন্যই ইইউর এই অবস্থা। ’

ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের ক্রোয়েশিয়ায় প্রশিক্ষণ দেওয়া প্রস্তাব দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্দ্রেজ প্লেনাকোবিচ।

এ নিয়ে তার সমালোচনা করেছেন জোরান মিলানোভিচ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘প্লেনাকোবিচের এই প্রস্তাব যুদ্ধকে আমাদের দেশে টেনে আনতে পারে। ’

প্লেনাকোবিচের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি নৈতিক ব্ল্যাকমেইল করতে থাকেন। তবে আপনার নিজের কোনো নৈতিকতা নেই। খুব ইচ্ছে হলে ইউক্রেনে যেয়ে যুদ্ধ করেন। ’

যুদ্ধের জন্য ক্রোয়েশিয়ান সেনাবাহিনীর প্রস্তুতির কথা বলতে গিয়ে মিলানোভিচ বলেন, ‘আমাদের যুদ্ধের সরঞ্জামে ঘাটতি রয়েছে। আমেরিকা আমাদের পাশে রয়েছে, তারা আমাদের রক্ষা করবে, যেমনটা তারা ইউক্রেনীয়দের করছে এমনটা ভাবা বোকামি। ’

ইউক্রেনের হয়ে যুদ্ধ করার জন্য দেশটির ১৫ হাজার সামরিক সদস্যকে প্রশিক্ষণের জন্য ইইউ থেকে একটি প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবনা অনুযায়ী, ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের ক্রোয়েশিয়ায় প্রশিক্ষণ দিতে দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয়। তবে গত সপ্তাহে বিলের বিপক্ষে ভোট দেয় ১৫১ জন। আর পক্ষে ভোট দেয় ৯৭ আইন প্রণেতা। এরপরেই বিলটি খারিজ হয়ে যায়। এরপরেই ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট থেকে এমন মন্তব্য এলো।

সূত্র : আরটি

news24bd.tv/মামুন