বিপিএলের চট্টগ্রাম পর্বে টিকিটের মূল্য ও সূচি

প্রতীকী ছবি

বিপিএলের চট্টগ্রাম পর্বে টিকিটের মূল্য ও সূচি

অনলাইন ডেস্ক

ঢাকার প্রথম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন বন্দরনগরী চট্টগ্রামে। আগামী ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

চট্টগ্রাম পর্বকে সামনে রেখে বুধবার (১১ জানুয়ারি) টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন ২০০ টাকা।

মাঠে বসে খেলা দেখতে আগ্রহীরা বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবে। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট থাকা সাপেক্ষে সংগ্রহ করা যাবে।  

একনজরে চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য- 

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।
                               

চট্টগ্রাম পর্বের ম্যাচসূচি                                                                   
১৩ জানুয়ারি     দুপুর ২টা    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল          
১৩ জানুয়ারি     সন্ধ্যা ৭টা    খুলনা টাইগার্স নাম রংপুর রাইডার্স          
১৪ জানুয়ারি     দুপুর ১:৩০ মি.    কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল          
১৪ জানুয়ারি     সন্ধ্যা ৬:৩০ মি.    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম রংপুর রাইডার্স          
১৬ জানুয়ারি     দুপুর ১:৩০ মি.    ঢাকা ডমিনেটর্স বনাম সিলেট স্ট্রাইকার্স          
১৬ জানুয়ারি     সন্ধ্যা ৬:৩০ মি.    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স          
১৭ জানুয়ারি     দুপুর ১:৩০ মি.    খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স          
১৭ জানুয়ারি    সন্ধ্যা ৬:৩০ মি.    কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স          
১৯ জানুয়ারি     দুপুর ১:৩০ মি.    কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডমিনেটর্স          
১৯ জানুয়ারি     সন্ধ্যা ৬:৩০ মি.    ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স          
২০ জানুয়ারি    দুপুর ২টা    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স          
২০ জানুয়ারি     সন্ধ্যা ৭টা    ঢাকা ডমিনেটর্স বনাম ফরচুন বরিশাল

news24bd.tv/কামরুল