ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাজ্য

সংগৃহীত ছবি

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিয়েভকে এই প্রথম সম্মুখ সমরে ব্যবহৃত ট্যাঙ্ক দিচ্ছে পশ্চিমা কোন মিত্র দেশ। এমনটাই জনিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডলচে ভেলে।  

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে ঋষি ১৪টি ট্যাঙ্ক দেয়ার প্রতিশ্রুতি দেন।

এর সঙ্গে আর্টিলারি ব্যবস্থা দেয়ার আশ্বাস দেন। আগামী সপ্তাহ থেকে এই ট্যাঙ্ক দেয়া শুরু করবে ব্রিটেন। এরপর কিয়েভে ৩০টি AS-90 স্বচালিত বন্দুক পাঠাবে ব্রিটেন।  

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শীঘ্রই ইউক্রেনীয় সেনাদের চ্যালেঞ্জার ২ ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণ দেয়া শুরু হবে।

গত ৬ মাস ধরে ইউক্রেনীয় সেনাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন।  

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, রাশিয়ান সেনাদের পিছু হটানোর এই ধারা অব্যহত রাখতে সম্মত হয়েছেন এই দুই সরকার প্রধান। কিয়েভকে চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক দেয়ার মাধ্যমে সম্মুখ যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক সরবারাহ করা প্রথম দেশ হলো ব্রিটেন।  

কিয়েভে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যে রাশিয়ান দূতাবাস। বিবৃতি দিয়ে দূতাবাস বলেছে, যুদ্ধে ট্যাঙ্ক নিয়ে আসা যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলবে। এর মাধ্যমে বেসামরিকসহ হতাহতের সংখ্যাই বাড়বে শুধু।

news24bd.tv/আজিজ