যেসব জেলায় শৈত্যপ্রবাহ বইবে

ফাইল ছবি

যেসব জেলায় শৈত্যপ্রবাহ বইবে

অনলাইন ডেস্ক

৪টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইলেও দেশের অন্যান্য জেলায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। যদিও রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। তবে কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৬ জানুয়ারি) সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে।

এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবাহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: বিতর্কের মধ্যে আলোচনায় উরফি জাভেদের নতুন সাজ

পূর্বাভাসে জানানো হয়, কিশোরগঞ্জ, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এছাড়া সকালে নদী অববাহিকা ও তার কাছাকাছি এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে মঙ্গলবার (১৭ জানুয়ারি) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী ৫ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

আরও পড়ুন: ৯ মাসের মধ্যে সর্বনিম্ন ডলারের দাম

 news24bd.tv/হারুন