শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

১৯৭১ সালের বীরাঙ্গনা, পঁচাত্তরে জেলহত্যাকাণ্ডে নিহত পরিবারের স্বজন, সাতাত্তরের ক্যাঙ্গারু ট্রায়ালে ভুক্তভোগী পরিবার এবং ক্ষমতায় থাকাকালীন বিএনপি জোট সরকারের অগ্নিসন্ত্রাসের শিকার পরিবারদের নিয়ে 'মানবাধিকার কোথায়' শিরোনামে শাহবাগ চত্বরে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সোমবারের (১৩ ফেব্রুয়ারি) আয়োজনে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের মাধ্যমে জোট সরকারের মানবাধিকার লঙ্ঘনের চিত্রই ফুটিয়ে তোলা হয় এখানে। এসময় বিএনপি নির্মমতার শিকার ৭৫ এবং ৭৭ এ ভুক্তভোগী পরিবারের সদস্যরাও মানবাধিকার লঙ্ঘন করায় জিয়াউর রহমানের মরণোত্তর ফাঁসির দাবি করেন।

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম বলেন, এখানে অনেকেই অসুস্থ অবস্থায় এসেছেন।

অনেকে অনেক প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে এখানে বিচারের দাবিতে এসে জড়ো হয়েছেন। আমরা জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাসের শিকার ভুক্তভোগীদের বিচার চাই।

news24bd.tv/FA