ডাচ-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই: ৯ কোটি উদ্ধার

সংগৃহীত ছবি

ডাচ-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই: ৯ কোটি উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই করা সাড়ে ১১ কোটি টাকার মধ্যে ৯ কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। ডিএমপির ডিবিপ্রধান এসপি হারুন অর রশীদ এ তথ্য জানান। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় 
এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল ৭টার দিকে আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন ডাচ্‌–বাংলা ব্যাংকের টাকা বহন করা গাড়িটির গতি রোধ করে। মাইক্রোবাস থেকে ১০–১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

news24bd.tv/আইএএম