গুলিস্তানে বিস্ফোরণ: সেই কিশোরের খোঁজ মিলল

গুলিস্তানে বিস্ফোরণ: সেই কিশোরের খোঁজ মিলল

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনার পর নিখোঁজ থাকা কিশোর আবদুল মালেক মিয়াকে (১৩) পাওয়া গেছে। আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা রতন মিয়া।

গত মঙ্গলবার বিকেলে ওই বিস্ফোরণে মার্কেটের কয়েকজনের পাশাপাশি বেশ কয়েকজন পথচারীরও মৃত্যু হয়েছে। ঘটনার সময় গুলিস্তান হয়ে মালেকের যাওয়ার কথা থাকায় এবং বিস্ফোরণের পর থেকে তাকে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় ছিল তার পরিবার।

মালেক সাভারের হেমায়েতপুরের একটি ইটভাটায় কাজ করে। তার মা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় থাকেন। কয়েক দিন আগে মায়ের কাছে যায় সে। গত মঙ্গলবার টঙ্গিবাড়ী থেকে গুলিস্তান হয়ে তার হেমায়েতপুরে যাওয়ার কথা ছিল।

রাজধানীর আবদুল্লাহপুরে মালেকের বাবা রতন মিয়া থাকেন। তবে সেখানে মালেক কখনো যায়নি।

ছেলেকে পাওয়ার পর রতন মিয়া বলেন, ‘আমার ছেলে আজ সন্ধ্যায় টঙ্গিবাড়ী ওর মায়ের বাসায় গিয়ে উঠেছে। হয়তো পথ ভুলে প্রথমে মোহাম্মদপুর, তারপর আবদুল্লাহপুর যায় সে। আবদুল্লাহপুরের একটি হোটেলে সে দুই দিন কাজ করে। পরে আজ সন্ধ্যায় বাসায় ফিরেছে।

এই পরিবারটির গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুরে।

news24bd.tv/তৌহিদ