প্রধান শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থী অজ্ঞান!

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী রিয়াজ (বাঁয়ে), অভিযুক্ত প্রধান শিক্ষক রণজিৎ বাড়ৈ (ডানে)

প্রধান শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থী অজ্ঞান!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফের বিদ্যালয়ের এক শিক্ষার্থী অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। এবার ছাত্র পেটানোর অভিযোগ উঠেছে বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বাড়ৈয়ের বিরুদ্ধে। বুধবার তার প্রহারে স্কুলের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলে নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াজ বেপারী (১৪)।

রণজিৎ কুমার বাড়ৈর এমন অশোভন আচরণের প্রতিবাদে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে ক্লাস বর্জনের ঘোষণা দেয়।

পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার উজ-জামান মিলনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সহপাঠীরা আহত রিয়াজকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।

ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াজ বেপারী (১৪) ক্লাসের ফাঁকে পানি পান করতে যায়। এ সময় প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ ওই ছাত্রকে ক্লাসের বাইরে দেখে উত্তেজিত হয়ে ওঠেন এবং প্রকাশ্যে বিদ্যালয় ক্যাম্পাসে তাকে কিল, ঘুষি মারের এবং এক পর্যায়ে ওই ছাত্রের বুকে লাথি মারলে অজ্ঞান হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।

আহত ছাত্র রিয়াজ বেপারী উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. মাজেদ বেপারীর ছেলে।

প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈয়ের এমন কাণ্ডে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক ক্লাস বর্জন করে তার বিচারের দাবিতে বিক্ষোভ করে।

এদিকে, শিক্ষার্থীর ওপর রনজিৎ কুমার বাড়ৈয়ের নির্মম নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে ছুটে আসেন অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকরাও। তবে নিজের ভুল স্বীকার না করে থানায় গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন রণজিৎ। এরপর বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রণজিৎকে নিয়ে জরুরি বৈঠকে বসা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবুর সমন্বয়ে বৈঠকে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি মৃধা আক্তার উজ-জামান মিলনে। সেখানে অভিযুক্ত প্রধান শিক্ষক নির্মম নির্যাতনের বিষয়টি অস্বীকার করলেও চড়-থাপ্পরের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার রণজিৎ এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছে, প্রায়ই ছাত্রদের মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন রণজিৎ।


অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর