শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে মোটরসাইকেল পারাপারে ফেরি সার্ভিস

সংগৃহীত ছবি

শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে মোটরসাইকেল পারাপারে ফেরি সার্ভিস

অনলাইন ডেস্ক

ঈদ উপলক্ষে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে মোটরসাইকেল পারাপারে প্রতি তিন ঘণ্টা পর পর ফেরি সার্ভিস থাকবে। একইসঙ্গে ১৮ এপ্রিল থেকে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ ঈদযাত্রা শুরু করবে। রোববার (১৬ এপ্রিল) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এ তথ্য জানিয়েছে।

চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ এপ্রিল বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ ঢাকা সদরঘাট (লালকুঠি) থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালী ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে। একইসঙ্গে মোটরসাইকেল পারাপারের জন্য শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি ৩ ঘণ্টা পর পর ফেরি সার্ভিস দেওয়া হবে।

এর আগে, গত ১২ এপ্রিল সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, পদ্মা সেতুতে আমরা মোটরসাইকেল এলাউ করছি না (অনুমতি দিচ্ছি না)। সেজন্য আমরা একটা বিকল্প ব্যবস্থা রেখেছি।

পদ্মা সেতুর ওখানে একটি ফেরি চালু থাকবে শুধু মোটরসাইকেলগুলো পারাপার করার জন্য। ডেডিকেটেডভাবে সেটি সেখানে থাকবে। এটি মাওয়া ঘাটে থাকবে। ’

news24bd.tv/SHS