বলিউডে কাজ করার সুযোগ মিলবে। এই লোভে দেহব্যবসার চক্র চালানোর অভিযোগ উঠে কাস্টিং ডিরেক্টর এবং প্রাক্তন অভিনেত্রী আরতি মিত্তলের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চ।
সকলেরই প্রশ্ন, কে এই আরতি? বহু সিরিয়ালের মুখ ছিলেন এই আরতি। শুধু সিরিয়াল নয়, বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।
‘না উমর কা সীমা হো’, ‘আপনাপন-বদলতে রিস্তোঁ কি বন্ধন’-সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছিলেন আরতি। হিন্দি সিরিয়াল জগতের বেশ কিছু নামজাদা অভিনেতার সঙ্গে তার পরিচয়ও ছিল।
পুলিশ আধিকারিক মনোজ সুতার গোপন সূত্র, এই দেহব্যবসার চক্রের খোঁজ পান। তথ্য পেয়ে তিনি একটি দল গঠন করেন এবং আরতিকে ফোন করে জানান, দুই বন্ধুর জন্য দু’জন গণিকা লাগবে। ফোনে ৬০ হাজার টাকা দাবি করেন আরতি। শুধু তা-ই নয়,
তদন্তকারীদের দাবি, তরুণ উঠতি মডেলদের টাকার টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর ছক করতেন ওই কাস্টিং ডিরেক্টর।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
news24bd.tv/রিমু