কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ 

সংগৃহীত ছবি

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ 

অনলাইন ডেস্ক

চলতি বছর সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষকরা। বিষয়টি জানতে পেরে প্রায় জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে নেতাকর্মীরা কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল এ আহ্বান জানান।

এই আহবানে সাড়া দিয়ে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচি পালন করে হবিগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।  
news24bd.tv/আলী