ইংলিশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জার্সি

ইংলিশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের জার্সি

অনলাইন ডেস্ক

সবাইকে পেছনে ফেলে বসুন্ধরা কিংস দেশের ফুটবলে সেরা দলে পরিণত হয়েছে। অথচ পেশাদার লিগে ক্লাবটির যাত্রা বেশি দিনের নয়। ২০১৮-১৯ মৌসুমে কিংসের অভিষেক ঘটে। মাত্র পাঁচ বছরেই বসুন্ধরা গ্রুপের এ ক্লাবের সাফল্য অবাক করার মতো।

অল্প সময়ের মধ্যে তারা টানা তিনবার লিগ জিতে নতুন এক ইতিহাস গড়েছে। বড় কোনো অঘটন না ঘটলে টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে আরেক ইতিহাস গড়বে তারা। ফেডারেশন কাপে ২ ও স্বাধীনতা কাপে ২ বার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে। পিছিয়ে নেই নারী ফুটবলেও।
শুরু থেকে কিংস নারী লিগে টানা তিনবার অপরাজিত চ্যাম্পিয়নের রেকর্ড গড়েছে। উপমহাদেশে কিংসই একমাত্র দল, যারা টানা তিন লিগে কোনো পয়েন্ট না হারিয়ে শিরোপা জিতেছে।

বসুন্ধরার সাফল্য ও জনপ্রিয়তার কথা এখন এশিয়া ছাড়িয়ে ইউরোপেও পৌঁছে গেছে। ভারতীয় দৈনিক পত্রিকায় বসুন্ধরার সাফল্যের কথা গুরুত্ব সহকারে প্রকাশিত হচ্ছে। পৃথিবীর জনপ্রিয় স্পোর্টস পত্রিকা স্পেনের মার্কা বসুন্ধরাকে ঘিরে বেশ কবার প্রতিবেদন প্রকাশ করেছে। এবার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা মিলেছে বাংলাদেশের সেরা দল বসুন্ধরা কিংসের জার্সির।

২৭ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া হ্যারি কেইন আবার টটেনহ্যামের অধিনায়ক। সেদিন টটেনহ্যাম স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের জার্সি তুলে ধরা হয়। টটেনহ্যামের প্রকাশনা প্রধান জন রেনার ম্যাচ শেষে জার্সিটি তুলে ধরেন এবং দর্শকদের জানিয়ে দেন এটি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের ফুটবল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সি।

উল্লেখ্য, এই প্রথম ইউরোপিয়ান লিগে বাংলাদেশের কোনো দলের জার্সি প্রদর্শন করা হলো।