একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি: শাকিব 

ফারুক-শাকিব

একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি: শাকিব 

অনলাইন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গুণী এই অভিনেতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

একের পর এক শোকবার্তায় প্রবীণ এই অভিনেতাকে স্মরণ করছেন বাংলা চলচ্চিত্র অঙ্গনের তারকারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকের মৃত্যুতে শোক জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান।

ফেসবুক স্ট্যাটাসে শাকিব লেখেন, 'চলে গেলেন আমাদের প্রিয় মিঁয়া ভাই (আকবর পাঠান ফারুক)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতদিন তিনি সুস্থ সবল ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন।

'

আরও পড়ুন: প্রথম সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন ফারুক?

                যে নায়িকার সঙ্গে সিনেমা শুরু ফারুকের

তিনি আরও লেখেন, 'আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন। আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। '

আরও পড়ুন: এবার শাকিবের সব অভিযোগের জবাব দিলেন বুবলী

শাকিব আরও লেখেন, 'তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন। '

news24bd.tv/রিমু