শহীদ মিনারে গার্ড অব অনার দেওয়া হবে চিত্রনায়ক ফারুককে

সংগৃহীত ছবি

শহীদ মিনারে গার্ড অব অনার দেওয়া হবে চিত্রনায়ক ফারুককে

অনলাইন ডেস্ক

শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে সদ্য প্রয়াত চিত্রনায়ক ফারুককে। বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আগামীকাল মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবে। এরপর তার লাশ শ্রদ্ধা জানাতে নেওয়া হবে শহীদ মিনারে। সেখানে তাকে দেওয়া হবে গার্ড অব অনার।

সোমবার ফারুকের খালাতো ভাই আগা খান মিন্টু এসব তথ্য জানান। তিনি বলেন, মরদেহ দেশে পৌঁছনোর পর বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেওয়া হবে এফডিসিতে। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে ফারুককে।

ফারুকের ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তিনি জিবিএস নামে বিরল নিউরোলোজিক্যাল রোগে ভুগছিলেন। টানা দেড় বছর চিকিৎসা শেষে অবশেষে মারা গেলেন অভিনেতা।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক