মেসিকে নিয়েই এশিয়া সফরে যাবে আর্জেন্টিনা 

সংগৃহীত ছবি

মেসিকে নিয়েই এশিয়া সফরে যাবে আর্জেন্টিনা 

অনলাইন ডেস্ক

জুনে এশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। আগে থেকেই ঠিক হওয়া এই সফরে প্রথমে চীন যাবে আর্জেন্টিনা। এরপরের গন্তব্য ইন্দোনেশিয়া। আগামী ১৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের পর ১৯ জুন ইন্দোনেশিয়ার জাকার্তায় স্বাগতিকদের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ সফরে লিওনেল মেসির উপস্থিতি নিয়ে খানিক ধোঁয়াশা থাকলেও আজ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মেসিকে নিয়েই তারা চীন যাচ্ছে। চীনের বিপক্ষে দলের অধিনায়কত্ব করবেন তিনি। এদিকে চীনে আর্জেন্টিনার দূতাবাস থেকে জানানো হয়েছে, ১৫ জুনের ম্যাচটি খেলতে মেসি সেখানে যাবেন।

সপ্তমবারের মতো চীন সফরে যাচ্ছেন মেসি।

২০১৭ সালের পর এটাই হবে তার প্রথম চীন সফর। মেসি প্রথম চীনে গিয়েছিলেন ২০০৫ সালে। এরপর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে গিয়েছিলেন আর্জেন্টিনার হয়ে খেলতে। ২০১০ সালে বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচ খেলতেও চীনে গিয়েছিলেন তিনি।

গত বছরের ডিসেম্বরে কাতারে নিজেদের তৃতীয় শিরোপা উদযাপন করে আলবিসেলেস্তেরা। এরপর ঘরের মাঠে গত মার্চে দুইটি প্রীতি ম্যাচ খেলে তারা। সেখানে পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। চলতি বছরের সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের মিশন শুরু করার কথা আর্জেন্টিনার।

news24bd.tv/SHS