জোটে যাবো কিনা সিদ্ধান্ত নির্বাচনের আগে : জি এম কাদের

ফাইল ছবি

জোটে যাবো কিনা সিদ্ধান্ত নির্বাচনের আগে : জি এম কাদের

রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনের আগে আমাদের অবস্থান এবং সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে কোনো জোটে যাবে নাকি এককভাবে নির্বাচন করবে।

বৃহস্পতিবার (২৫ মে) রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন জি এম কাদের। এসময় তিনি বলেন, আমাদের বিশ্বাস এই সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরাপদ হবে না। তবে নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তির ওপর নির্ভর করছে জাতীয় পার্টি কোনো জোটে যাবে কি না।

বুধবার (২৪ মে) বিকেলে পাঁচ দিনের সফরে রংপুরে যান জি এম কাদের। এদিন বিকেলে সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা একসময় আন্দোলন করেছি। নির্বাচন বর্জন করেছি। আবার তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধেও আমরা এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেছিলাম।

তিনি জানান, এই ব্যবস্থার বাইরেও একটি ব্যবস্থা দরকার। যেখানে জনগণ ভোটাধিকারের নিশ্চয়তা পাবে। সেই ধরনের একটি পদ্ধতি আমাদের বের করতে হবে। এ জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। একটা পদ্ধতি বের করতে হবে।

news24bd.tv/FA